কোলকাতায় মঞ্চায়নের লক্ষ্যে চলছে ‘জল-জীবন’ নাটকের মহড়া

0

নিজস্ব প্রতিনিধি : দেশের অত্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠী জল-জীবন নাটক নিয়ে মহড়াতে ব্যস্ত সময় পার করছে।
কোলকাতা দ্বিতীয় আর্ন্তজাতিক শিশু নাট্য উৎসবে আগামী ১১ ডিসেম্বর জল-জীবন নাটকের মধ্য দিয়ে দরিয়া পাড়ের মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুঁটে উঠবে মে । বিশ্বের ১৫ টি নাট্য দলের সাথে বাংলাদেশ থেকে উৎসবে অংশগ্রহন করছে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী।
নাট্যকার রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় জল-জীবন নাটকে উঠে আসবে বাংলাদেশের জেলে জীবনের সুখ দুখের নানা গল্প।
কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর পক্ষে দলনেতা জাহিদুর রহমান হৃদয় জানান, জল-জীবন নাটকের প্রতিটি চরিত্র খুবই চ্যালেঞ্জিং। গত তিন মাস যাবৎ দলের প্রতিটি সদস্য রাজধানী কাওলার নিজস্ব মহড়া কক্ষে ব্যস্ত সময় পার করছে। চান্দার চরিত্রে যেমন উঠে আসবে মেয়েদের সমাজের নানা বাঁধা, তেমনি হালদারের চরিত্রে উঠে আসবে দরিয়া পাড়ের জেলে জীবনের প্রতিচ্ছবি। বৃহৎ এ নাট্য উৎসবে জল-জীবন নাটকটি থাকবে দর্শকের আগ্রহের কেন্দ্রে। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কোলকাতার সল্ট লেকে অনুষ্ঠিত হবে এ নাট্য উৎসব।
আগামী ৭ ডিসেম্বর কোলকাতার লক্ষ্যে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১৫ সদস্যের দল দেশ ত্যাগ করবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছে, জেনিষা, মনিকা, নাঈম, হৃদয়, অন্তর, মাহিন, আশরাফুল, রিজন, পারিষা, শশী, শুক্লা ও মেহেদী।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.