খোকসায় কালবৈশাখী ঝড়ে কৃষকের সাড়ে সর্বনাশ

0

মিলন খান, খোকসা : কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে পাবনা নদীর চরে গত সোমবারের কাল বৈশাখী ঝরে কৃষকের প্রায় ৪০ লক্ষ টাকার কলাগাছ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক লালন পরামানিক বলেন কালবৈশাখী ঝড়ে আমার ৩০ বিঘা জমিতে প্রায় ৬ হাজার কলাগাছ কালবৈশাখী ঝড়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে।
জানা গেছে মোহাম্মদ বিশ্বাসের ৫ বিঘা, ফুল বাবু মোল্লার দুই বিঘা, ও মালেক পরামানিকের দুই বিঘা জমি প্রায় ৪০ বিঘা জমির ৮ হাজার কলাগাছ কালবৈশাখী ঝড়ে পড়ে গেছে এতে কিশোরের ধারণা তাদের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহার মুঠোফোনে আলাপকালে তিনি বলেন ঘটনাটি খোকসার কোন স্থানে হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.