চীন ফেরত ৩১২ বাংলাদেশি হজক্যাম্প থেকে বাড়ি ফিরছেন আজ

0

১৫ দিনের বেশি সময় আশকোনায় হজক্যাম্পে কোয়ারেন্টাইনে থেকে চীনফেরত ৩১২ বাংলাদেশি  আজ(রোববার) ছাড়া পেয়েছেন। আজ সকাল ৮টা থেকে পৃথকভাবে ভাগ হয়ে হজক্যাম্প ছাড়েন ১১২ বাংলাদেশি। এর আগে শনিবার বাড়ি ফেরেন আরও ২০০ বাংলাদেশি।

সূত্র জানায়, চীন থেকে ফিরা বাংলাদেশিদের ১৫ দিনেরও বেশি সময় ধরে রাজধানীর আশকোনা হজক্যাম্পে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে করোনাভাইরাসের কোনো আলামত না পাওয়ায় সবাইকে শনি ও রোববার ছেড়ে দেয়া হয়। এর পর সব বাংলাদেশি নিজ দায়িত্বে ঘরে ফিরে গেছেন।

৩১২ বাংলাদেশি গত ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে দেশে আসেন । এর পর তাদের আশকোনা হজক্যাম্প ও সম্মিলিত সামরিক হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়।

শনিবার বিকালে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চীন থেকে ফেরা ৩১২ জনই সুস্থ রয়েছেন। তাদের কারোর মধ্যে কভিড-১৯ (করোনার নতুন নাম) এর কোনো লক্ষণ-উপসর্গ নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.