চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ১জনের মৃত্যু

0

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নি দগ্ধদের মধ্যে আরো একজন মারা গেছে। নিহত ব্যক্তির নাম রেজাউল ইসলাম। আজ শুক্রবার সকালে তিনি মরা গেছেন বলে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানিয়েছেন।

অগ্নি দগ্ধ রেজাউল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, রেজাউলের শরীরের ৫১ ভাগ পুড়ে গিয়েছিল। অনেক চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টার পর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান ও নৌবাহিনী। যোগ দেয় দু’টি হেলিকপ্টারও।

প্রায় ১৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর অভিযানে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ।
এছাড়াও দগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৯ জনকে চিকিৎসা দেওয়া হয় বার্ন ইউনিটে। তাদের অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক বলে জানিয়ে আসছিলেন চিকিৎসকরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.