জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘জংদারি’

0

সম্প্রতি জাপানে ভয়াবহ বন্যা এবং পরবর্তীতে কয়েকদিনের দাবদাহে বহু জাপানীর প্রাণহানি ঘটেছে। আর এর রেশ কাটতে না কাটতেই দেশটির উপকুলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘জংদারি’। এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘জংদারি’ টাইফুনটি শনিবার রাতে বা রবিবার প্রথম প্রহরে উপকুলে আঘাত হানতে পারে। এটি বর্তমানে টোকিওর ৪০০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

সংস্থাটি জানিয়েছে, এই শক্তিশালী ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ এবং ভূমিধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হতে পারে। একইসাথে তীব্র গতিবেগের বাতাস জানমালের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

জানা গেছে, ঝড়টি মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে দেড়শ ফ্লাইট বাতিল করা হয়েছে।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.