টানা চার বার জিতলেন তৈমূরের ভাই

0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পরাজিত হলেও কাউন্সিলর পদে জয়ের ধারা অব্যাহত রেখেছেন তার ভাই মাকসুদুল আলম খন্দকার।

এবারের নির্বাচনে ঠেলাগাড়ী প্রতীকে খোরশেদ ভোট পেয়েছেন ১৩ হাজার ৭৯২টি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রেডিও প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ২২টি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১২৭৭০ ভোট বেশি পেয়ে চতুর্থবারের মত নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলার নির্বাচিত হন তিনি।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে সিটি করপোরেশনের কাউন্সিলর পদে জয় পেয়েছিলেন। এবারও জয় পাওয়ায় কাউন্সিলর পদে হ্যাটট্রিক জয় হলো খোরশেদের। এর আগে, নারায়ণগঞ্জ পৌরসভায়ও ২০০৩ সালে কমিশনার পদে জয়ী হয়েছিলন তিনি। ওই সময় থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দায়িত্ব পালন করেন তিনি।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় মরদেহ দাফন করতে টিম গঠন করেন তিনি। তার এ উদ্যোগ দেশে প্রশংসিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.