ঢাকার দুই সিটির ভোট পেছাল

1

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। ৩০ জানুয়ারির পরিবর্তে পহেলা ফেব্রুয়ারি দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে এ সিন্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

সিইসি নুরুল হুদা বলেন, ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা শুরু হবে ৩ ফেব্রুয়ারি। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, পরীক্ষার তারিখ পেছালে সমস্যা হবে কি না। তারা পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বলছেন, ওই দিন সরস্বতী পূজা রয়েছে। তাই তারা সেটি পেছানোর আবেদন করেছেন। নির্বাচন পেছানোর দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে আমরণ অনশন শুরু করেন প্রায় ৪০ জন শিক্ষার্থী।

1 Comment

  1. Pingback: ঢাকার দুই সিটির ভোট পেছাল - BD24Time

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.