তালতলীতে শ্রেণিকক্ষের পলেস্তারা ধ্বসে শিশুর মৃত্যু

0

কে.এম রিয়াজুল ইসলাম, বরগুনাঃ বরগুনা তালতলীতে শ্রেণিকক্ষের পলেস্তারা ধ্বসে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। আহতদের আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে তালতলীর ৫ নং ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ছাত্রীর নাম মানসুরা (৮)। স্কুল নির্মানে নিম্নমানের কারণে শ্রেণিকক্ষে পলেস্তারা ধ্বসে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানান সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাঃ তৌফিকুজ্জামান তনু।

জানাগেছে, “অন্যান্য দিনের মতো শনিবারও তৃতীয় শ্রণিতে ক্লাশ করছিল ওই শ্রেণির শিক্ষার্থীরা। এসময় হঠাৎ শ্রেণিকক্ষের উপরের পলেস্তারা ধ্বসে শিক্ষার্থীদের মাথার উপর পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানসুরাকে মৃত ঘোষণ করে।”

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র হালদার বলেন, “এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.