দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কাপ্তাই উচচ বিদ্যালয় শ্রেষ্ঠ

1

কাপ্তাইপ্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতা২০২০ইং উপজেলা পর্যায়ে বুধবার(৪মার্চ) বিকাল ৪টায় সম্পন্ন হয়েছে। বির্তক প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে ১৬টি স্কুল অংশ গ্রহণ শেষে উপজেলা পর্যায়ে বিচারকের চুড়ান্ত ফলাফলে প্রথমস্থান অর্জন করে কাপ্তাই উচচ বিদ্যালয় আর ২য় হয় পাহাড়ীকা উচচ বিদ্যালয়। এবারের বিষয় ছিল‘ দুর্নীতি মনোভাব সৃষ্ঠিতে পরিবারের ভ’মিকাই মূখ্য’। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাদির আহমেদ,সৈয়দ মাহামুদ হাসান,পরিসংখন কর্মকর্তা ফজলে রাব্বি,উপজেলা প্রেগ্রাম সুপার ভাইজার সোসেল চাকমা ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনসহ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের বলেন,তোমরা সুন্দর একটি ফুলের বাগান আর এ বাগান  একদিন সকলকে  সুবাতাস ছড়াবে তোমরা একদিন দেশের হালধরে দুর্নীতি মুক্ত সমাজ তথা রাষ্ট্র গঠন করবে।