বান্দরবানে ধর্মীয় আচরিয় পূজা পালিত

0

কিকিউ মার্মা,বান্দরবান: যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় আচরিয় পূজা পালিত হয়েছে। এ পূজা উপলক্ষে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজ বিহার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানের এসে সমবেশ হয়। ওই সময় পূজনীয়রা রাস্তায় ফুল ছিটিয়ে রাজ বিহারে অধ্যক্ষ ধর্মগুরু উ পঞঞা মহাথের ( উচহ্লা ভান্তে) কে উৎসর্গ করেন ভক্তরা।
এসময় হাজারো নর-নারী খালি পায়ে হেঁটে লাইন ধরে অংশ নেন। পরে নারী পুরুষ শিশুসহ সকল বয়সের বৌদ্ধ ধর্মালম্বীরা পূজামন্ডপে উপস্থিত হয়ে জগতে শান্তি লাভের আশায় প্রার্থনায় মিলিত হয়। ওইসময় বান্দরবান রাজবিহারে অধ্যক্ষ ধর্মগুরু উপঞ ঞা মহাথের (উচহ্লা ভান্তে) সবার উদ্দেশে ধর্ম দেশনা দেন এবং দেশের শান্তির জন্য মঙ্গল কামনা করেন।

এ সময় পূজানীয় ব্যক্তিরা পুণ্য লাভের আশায় ভগবান বুদ্ধের উদ্দেশে ফুল পূজা,কাঁচা ফল পূজা, পানীয় পূজা,মোমবাতি ও আগরবাতি পূজা, অষ্ট পরিষ্কার দান সহ শীলগ্রহন মধ্য দিয়ে শেষ হয় বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় আচরিয় পূজা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.