বিপিএলে দর্শকের টিকেট মাত্র ৫ হাজার!

0

আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ! তবে সে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন শুধুমাত্র পাচঁ হাজার সাধারণ দর্শক। এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরোও থাকবেন ভারতীয় তারকা শিল্পীদের মধ্যে সনু নিগম ও কৈলাস খের। বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন জেমস ও মমতাজ।

প্রায় ২৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন শেরেবাংলায় মাত্র খুব অল্পসংখ্যক দর্শকের সুযোগ হবে মাঠে বসে অনুষ্ঠান দেখার। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি দেখতে গিয়ে এমন তথ্য জানান নাজমুল হাসান।

সেখানে পাপন বলেন, বিসিবির এ বিরাট আয়োজন মাঠে বসে দেখতে পাবেন মাত্র পাঁচ হাজার দর্শক। আমরা অল্পসংখ্যক দর্শককে দেখার সুযোগ করে দিতে পারব। মঞ্চের পেছনে দিতে পারছি না, পাশেও দিতে পারছি না। আগে যে ধারণা ছিল, সেটা অনেক কমে গেছে (দর্শকদের জন্য)। পিচ নষ্ট হতে পারে বা মাঠ নষ্ট হতে পারে, এমন ঝুঁকি তো নিতে পারব না! মাঠের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ অতিথির চেয়ার দিতে পারব।

উদ্বোধনী অনুষ্ঠানে ৮ হাজার টিকিটের ব্যবস্থা করছে বিসিবি। এর মধ্যে তিন হাজার ‘সৌজন্য’ টিকিট। সাধারণ দর্শকদের জন্য ছাড়া হবে পাঁচ হাজার।
উদ্বোধনী অনুষ্ঠান সামনে রেখে গ্যালারিতে কিছু সংস্কার করা হয়েছে। ভাঙাচোরা চেয়ার সরিয়ে বসানো হচ্ছে নতুন চেয়ার। দেশের বাইরে থেকে আমদানি নয়, বিসিবি প্রথমবারের মতো গ্যালারির চেয়ার সংগ্রহ করছে স্থানীয় প্রস্তুতকারক আরএফএলের কাছ থেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.