বিমান বন্দরে দ্রুত পিসিআর স্থাপনে প্রধানমন্ত্রী নির্দেশ

0

গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে যোগ দিয়ে বিদেশগামীদের সুবিধার্থে এ নির্দেশ দেয়া হয়। ।

বিদেশগামীদের সুবিধার্থে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন দেশে এখন নতুন করে শর্ত দেয়া হচ্ছে যে উড়োজাহাজে যাত্রার পূর্ববর্তী ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে।

তিনি বলেন, এখন পৃথিবীর বড় বড় এয়ারপোর্টে দ্রুত ও তাত্ক্ষণিকভাবে করোনা পরীক্ষা করা যায়। আমরা বলি ৪৮ ঘণ্টা আগে টেস্ট লাগবে।

বিমানবন্দরে কবে থেকে পিসিআর টেস্ট চালু হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজই (গতকাল) নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে।

যত দ্রুত সম্ভব দুই থেকে সাতদিনের মধ্যে তা চালু করতে বলা হয়েছে। দ্রুত পরীক্ষার সুযোগ না থাকলে তো ওইসব দেশে যাতায়াতের সুযোগ থাকবে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.