উৎসাহ সামাজিক সংগঠনের উদ্যোগে
ব্যবসায়ীদের সচেতনতায় ৩ফুট দূরত্ব রাখার আহ্বান

0

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অধীনে কুঞ্জছায়া আবাসিক ও মোহাম্মদনগর এলাকায় উৎসাহ সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ীদের সচেতনমূলক করার উদ্দেশ্যে ৩ফুট দূরত্ব রাখার আহ্বান জানান এবং দোকানের সামনে তিন ফুট দূরত্বের চিহ্ন এঁকে দিয়েছেন যাতে মানুষজন কেনাকাটার সময় নিরাপদ সামাজিক দুরত্বে থাকতে পারে। ক্রেতারা আসলে ওই চিহ্নিত স্থানে দাঁড়াবেন। যেন এক জন অন্য জনের গা ঘেঁষে না দাঁড়াতে পারে।

২৯ মার্চ (রবিবার) সকাল ১১ ঘটিকার সময় “নিরাপদ দুরত্ব মেনে চলি, করোনা বিস্তারে প্রতিরোধ গড়ি” স্লোগানকে নিয়ে কার্যক্রম শুরু হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বিপ্লব, ইব্রাহিম হোসেন রাকিব, মোহাম্মদ আফিফ, মোঃ ইমন, মোঃ মাসুদ প্রমুখ। সংগঠনের সদস্যরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। অন্তত ৩ফুট দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে। এতে এক জনের শরীরে ঠাঁই নেয়া ভাইরাস অন্যজনের সংস্পর্শে আসতে পারবে না। করোনা প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতাও বেড়েছে অনেক। তবুও কেউ কেউ আছেন এটাকে গুরুত্ব দিচ্ছেন না। এজন্য সচেতন মানুষ বাধ্য করছেন সামাজিক দূরত্ব মেনে চলতে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.