মা হারা হলেন মোহাম্মদ আমির

0

পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের মা মারা গেছেন। সোমবার দিন যেয়ে রাতে করাচির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলেকে ছেড়ে চিরতরে পাড়ি জমান পরপারে।
মঙ্গলবার প্রথম প্রহরে সোশ্যাল মিডিয়া টুইটারে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন খোদ আমির নিজেই। পোস্টে তিনি লিখেছেন, আমার মা আর নেই।

এর আগে গেল সোমবার রাতে নিজের মায়ের অসুস্থতার খবর জানান ২৬ বছর বয়সী পেসার। আরেকটি টুইটবার্তায় তিনি লেখেন, আমার মায়ের অবস্থা ভালো নয়। তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। আপনাদের দোয়া কামনা করছি।

আমিরের মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ,পেসার ওয়াহাব রিয়াজ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত ছিলেন আমির। এবার করাচি কিংসের হয়ে খেলছেন তিনি। সেখান থেকেই পান মায়ের অসুস্থতার খবর। সঙ্গে সঙ্গে দেশের উদ্দেশে বিমান ধরেন। মায়ের শেষ সময়টা পাশে থাকতে পারলেও বাঁচাতে পারেননি তিনি। মাকে হারিয়ে বেদনায় শোকাহত বাঁহাতি পেসার।

চলতি পিএসএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন আমির। প্রথম ম্যাচেই নেন ২৫ রানে ৪ উইকেট।

মায়ের নাম নাসিম আখতার। তার অনুপ্রেরণাতেই ক্রিকেটার হয়ে ওঠা আমিরের। মাকে হারিয়ে শোকে মুহ্যমান এ পেসার টুর্নামেন্টে আর খেলবেন কি-না সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। অবশ্য বাকি ম্যাচগুলো হবে করাচিতেই। ভক্তরা চান, শোককে শক্তিতে পরিণত করে শিগগির মাঠে নামুন তিনি। সামনেই রয়েছে বিশ্বকাপ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.