মেয়েরা সব জায়গায় স্থান করে নিয়েছে : প্রধানমন্ত্রী

0

সরকার নারীদের সব জায়গায় সুযোগ সৃষ্টি করে দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নারীদের প্রতি বৈষম্য একটা সময় আমরা দেখেছি। কিন্তু আজ আমাদের মেয়েরা শুধু প্লেনই চালায় না, তারা সব জায়গায় স্থান করে নিয়েছে। আর বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই এটি সম্ভব হয়েছে।’
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, বর্ডার গার্ড কোথাও নারীদের স্থান ছিলো না। কিন্তু সব জায়গায় এখন আমাদের নারীর স্থান আছে। তারা প্রত্যেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে। আমরা আমাদের সরকার আলমলেই একজন নারীকে প্রথম মেজর জেনারেল করেছি। যদিও সেটি মেডিকেল সার্ভিসে, ভবিষতে আমাদের মেয়েরা সব জায়গাতেই তাদের জায়গা করে নিবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই আছেন যারা ধর্মের নামে নারীদের ঘরে বন্দি করে রাখতে চান। নারী শিক্ষার বিরোধিতা করেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই- যিনি ইসলাম ধর্মের প্রবর্তক, সেই হযরত মুহাম্মদ (স.)-এর জীবনটা শুরু হয়েছিলো একজন ব্যবসায়ী নারীর অধিনে। এমনকি নবীজির সততার জন্য বিবি খাদিজা তাকে বিবাহ করেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও ৮ মার্চ সারাবিশ্বে দিবসটি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হয়। এবারও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও বাংলাদেশ মহিলা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.