লামায় অগ্নিকাণ্ডে ৩১ দোকান ভস্মীভূত

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১টি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার মধ্যরাত  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানান, মধ্যরাত প্রায় ৪টা দিকে রুপসীপাড়া বাজারের দোকানগুলোর কয়েকটি অংশে হঠাৎ আগুন লেগে যায়। দেখতে দেখতে আগুন পুরো বাজারের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে প্রায় চল্লিশ মিনিট পর লামা ও আলীকদম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন জীব চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রাত ৩টা ৫০মিনিটে খবর পেয়ে আমরা সাড়ে ৪টায় ঘটনাস্থলে উপস্থিত হই। দোকান গুলো টিন ও কাঠের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে অগ্নিকাণ্ডে ৩১টি দোকান পুড়ে গেছে।  

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মো. মিলন (মুদি দোকান), রিপন (চা দোকান), মো. জাফর (মুদি দোকান), আবেদ আলী (হার্ডওয়ার, ইলেকট্রনিক্স-২টি, ওয়ার্কশপ), তোয়াজ মিয়া (বসতবাড়ি), মো. কামাল (চা দোকান), নাছির (মুদি দোকান), সুলতান কারবারী (চা দোকান), আকাশ (হারবাল ঔষধ), নূর আলম (মুদি দোকান), আবু বক্কর ছিদ্দিক (মুদি দোকান), মমতাজ (সারের ডিলার), আব্দুস সাত্তার গাজী (ফার্মেসি), মতিউর রহমান (মুদি), মো. শহীদ (মুদি), নজির মিয়া (৪টি মুদির দোকান ও গুদাম), রানা (মুদি), ইউছুপ (কম্পিউটার দোকান), এমাদুল (মুদি-আংশিক ক্ষতি), ছলিম উল্লাহ (হোমিও দোকান), রফিক (কম্পিউটার), আনিচ (মুদি), আবজাল (মুদি), আব্দুল লতিফ (কাঁচামাল) ও মংচিংথুই মার্মা (কম্পিউটার)।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করছি মধ্যরাতে আগুন লাগার কারণে ক্ষতির পরিমাণ বেশি হতে পারে।


Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.