শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’

0

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’- এই স্লোগানে শুরু হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। আগামীকাল ২ মার্চ পর্দা উঠছে এ আয়োজনের। এক যুগ বয়সী ‘চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর উদ্যোগে এই আয়োজন চলবে ৮ মার্চ পর্যন্ত । এবার ৫টি ভেন্যুতে প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিকেল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধনী আয়োজন শেষে দেখানো হবে ভারতীয় পরিচালক পীযূষ পানজুয়ানি পরিচালিত ‘ফাইভ রুপিস’। এবার বসছে উৎসবের ১২তম আসর।

ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহূত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে।

এবারের উৎসবে ঢাকায় মোট ৪টি ভেন্যুতে ৩২টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। সবার জন্য উন্মুক্ত এই উৎসব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.