সারের দাম কমেছে

0

ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম কমিয়েছে সরকার। দেশের প্রান্তিক কৃষককে প্রণোদনা দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সারের খুচরা বাজারমূল্য ২৫ থেকে কমিয়ে ১৬ টাকা করা হয়েছে। এ জন্য আমদানি খরচ মিলিয়ে ৯ টাকাসহ মোট ২৪ টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে।

বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ তথ্য জানান।

ডিএপি সারের মূল্য কমানোর সিদ্ধান্ত দ্রুত কার্যকরের কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ইউরিয়া সারের ব্যবহার কমানো ও ডিএপি সারের ব্যবহার বৃদ্ধিসহ প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হলে তিনি অনুমোদন দেন। এখন থেকে ডিএপি সার ১৬ টাকা কেজিতে বিক্রি হবে। কৃষককে প্রণোদনা দিতে সারে সরকারকে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলেও জানান মন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.