হাতীবান্ধায় ভিক্ষুক ও প্রতিবন্ধীদের বাড়িতে ত্রাণ নিয়ে ইউএনও

0

লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভিক্ষুক ও প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে আসছেন ইউএনও সামিউল আমিন ও পিআইও ফেরদৌস আহম্মেদ।

শনিবার সকাল থেকে তারা ওই উপজেলার ৩ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল মিলে একটি প্যাকেট করে বিতরণ করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনেও হাতীবান্ধার মেডিকেল মোড় এলাকায় রিকশা চালকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শে আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছি। কাউকে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাওয়ার দরকার নেই। যদি কারো বাসায় খাবার সংকট হয় আমরা খবর পেলে নিজেই ত্রাণ দিয়ে আসবো। স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.