২০৩০ এ মঙ্গলের মাটি ছোঁবে মানুষ

0

আগামী কয়েক বছরের বছরের মধ্যে মঙ্গলে পৌঁছাবে মানুষ। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন ব্রিটিশ মহাকাশচারী টিম পিক। তিনি বলেন, সরকারি মহাকাশ সংস্থাগুলো বলেছে, ২০৩০ সালের মধ্যে মঙ্গলের মাটিতে পা রাখবে মানুষ। তবে এ ধরনের বাণিজ্যিক উদ্যোগ সেই তারিখকে আরও এগিয়ে নিয়ে আসবে।

চলতি মাসের শুরুর দিকে মাস্কের সংস্থা স্পেস এক্স যে ফ্যালকন হেভি রকেটের সফল উৎক্ষেপণ করেছে, তা মহাকাশ উদ্ভাবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মত পিকের।

২০১৬ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশন অভিযান সম্পূর্ণ করেছেন পিক। তার বিশ্বাস, মহাকাশ উদ্ভাবনে খুব বড় ভূমিকা নেবে ডিপ স্পেস গেটওয়ে। বিভিন্ন সংস্থা এই মহাকাশ স্টেশন প্রকল্প হাতে নিয়েছে। এই স্টেশন থেকেই মানুষের মঙ্গল অভিযান শুরু করার চেষ্টা চলছে। পিক বলেন, `আমি মনে করি ২০৩০ এর শেষের দিকে মানুষ মঙ্গলে থাকবে। সেই চেষ্টাই করছে সরকারি মহাকাশ সংস্থা ও আন্তর্জাতিক মহাকাশ উদ্ভাবন দল।`

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.