করোনার আক্রমণ

0

মো.আলী আশরাফ মোল্লা।

করোনা তুমি করেছো আমাদের সাথে বড়ই বেশী ছলনা।
যাকে তুমি করেছো সংক্রমণ,তাকে নাস্তানাবুদ না করে ছাড়োই না।
করোনা তোমার এই ভয়ংকর থাবা যার উপরে পড়েছে।
সুন্দর সমাজ বিধির ব্যবস্থা থেকে একা নিঃসঙ্গ করে রেখেছো তাকে।

করোনা তোমার এই ভয়াবহতায় আজ আমরা সবাই ভীতসন্ত্রস্ত।
রাষ্ট্র, সমাজ, আত্বীয় স্বজন সব কিছু থেকেই করে রেখেছো বিচ্ছিন্ন।

করোনা তোমার এই নিদারুণ করাল গ্রাস,যাকে তুমি করেছো পছন্দ
কোয়ারেন্টিন আর আইসোলেশন ঘুরে, ফেরত পাঠিয়েছে তাকে তার বাসস্থানে।

করোনা তোমার নিয়ন্ত্রণকারী,যাকে তার ইচ্ছে হয়েছে।
বড়ুই করুণ,নির্ঘাত নিষ্ঠুরভাবে পাঠিয়ে দিয়েছে তাকে পরপারে।

করোনার সৃষ্টিকারী যিনি,তিনি তো আমাদের অধিকর্তাও।
তার কাছ থেকেই আমাদের সকল অনুকম্পা আর অনুগ্রহ পাওয়ার কথাও।

হে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারী মহান অধিপতি।
তোমার কাছেই তো আমাদের শেষ আরজি।

কৃপা করো,তোমার সৃষ্টির শেষ্ঠ জীব মানুষের প্রতি।
বিলুপ্ত করো করোনা, আর বাসযোগ্য করো মানব সভ্যতা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.