সর্বনাম
কোলাহল নীরবতা হবে
কখনো না শোনো যদি প্রিয় পাখিটির ডাক
জনারণ্য চারপাশে তবুও কখনো
মন উড়ে যায় অরণ্যের কাছে
কতোটা হারালে বুঝবে তখন
যতোটা রয়েছে আজ ততোটা ফুরালে
অনির্বাণ হতে অফুরন্ত জ্বালানিও লাগে
সন্দেহের কম্পমান আলো নি:শ্বাসেই নিভে যাবে
ক্লান্তিতে কখনো রণভঙ্গ নয়
দায় এড়ানোর কৌশল দূর্বলের শিরস্ত্রাণ হয়
কীটেরও পরাণ থাকে
মানুষের থাকে জান
জীবন যাহার প্রমিত অপর নাম …।